Views Bangladesh Logo

ডাকসু নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ডিএমপি সদর দপ্তরে ডাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে পুলিশ। যারা নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে মিলে কাজ করলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে।

সভায় শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন্স) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম, হাসান মো. শওকত আলী, মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম ও মো. জিললুর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, সহযোগী রিটার্নিং কর্মকর্তাগণ, ছাত্র প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিশেষায়িত ইউনিট, ফায়ার সার্ভিস ও অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধিগণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ