ধর্মীয় সম্প্রীতি রক্ষার বার্তা ডিএমপি কমিশনারের
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বসবাস করছে। আমরা চেষ্টা করব যেন এই সম্প্রীতি কোনোভাবেই নষ্ট না হয়।
বুধবার (১ অক্টোবর) বিকালে রাজধানীর বনানীর একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
পূজা উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে কমিশনার আরও বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুর্ঘটনা ছাড়া উৎসব চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পূজামণ্ডপে কমিটির দু’জন করে দায়িত্বশীল লোক থাকবে।
তিনি নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য প্রতিমা বিসর্জন শোভাযাত্রার জন্যও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে