Views Bangladesh Logo

জালিয়াতির অভিযোগে ফ্লাইট এক্সপার্টের তিন কর্মকর্তা গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

নলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—এজেন্সির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) এবং চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।

রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মো. ফারাবি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২ আগস্ট) গভীর রাতে মতিঝিল থানায় একটি মামলা করেন ভুক্তভোগী গ্রাহক বিকাশ সরকার। মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে—গ্রেপ্তার তিনজন ছাড়াও প্রতিষ্ঠানটির সিইও সালমান বিন রাশিদ শাহ সাইয়িম এবং তার বাবা এম এ রাশিদ।

সহকারী কমিশনার ফারাবি জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে গ্রেপ্তার সাঈদ আহমেদ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যেখানে তিনি উল্লেখ করেন, সিইও সালমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন।


জিডিতে তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির আর্থিক অনিশ্চয়তা নিয়ে গ্রাহক ও সাপ্লায়ারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং কিছু ক্ষুব্ধ গ্রাহকের কাছ থেকে কর্মীরা হুমকিও পাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট বন্ধ রয়েছে। সিইও সালমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

২০১৭ সালের মার্চে বাংলাদেশে যাত্রা শুরু করে ফ্লাইট এক্সপার্ট। ফ্লাইট টিকেট বুকিং, হোটেল রিজার্ভেশন ও ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিয়ে দ্রুতই জনপ্রিয় হয় প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী মূল্যের সুবিধার কারণে এটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

২০২১ সালের ২৯ মে ফ্লাইট এক্সপার্ট অধিগ্রহণ করে আলোচিত ই-কমার্স কোম্পানি ইভ্যালি, যেটি পরে নিজেও জালিয়াতির অভিযোগে বন্ধ হয়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ