Views Bangladesh Logo

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি ট্রাভেল ব্যাগ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালেসড়কের ওপর একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই ব্যাগ থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশকে খবর দেয়া হয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাভেল ব্যাগ খুলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক পুরুষের খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মোসাব্বির হোসেন বলেন, ‘ব্যাগে পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্যত্রে হত্যা করে মরদেহ ফেলে গেছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ