Views Bangladesh Logo

দিপু হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাত গ্রেপ্তার

য়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ডিএমপির সহযোগিতায় ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার গাজী মিয়ার ছেলে ইয়াছিন হত্যাকাণ্ডের দিন পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে লোক জড়ো করা এবং দিপুকে নির্মমভাবে মারধরের ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন। হত্যার পর দিপুর দেহ টেনে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে গিয়ে লাশ পোড়ানোর ঘটনায় তিনি নেতৃত্বদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন জানান, ইয়াছিন প্রায় ১৮ মাস ধরে কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। হত্যাকাণ্ডের পর ১২ দিন ঢাকার বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন এবং পরিচয় গোপন করে ‘সুফফা মাদ্রাসা’-তে শিক্ষক হিসেবে যোগ দেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ