বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অবকাঠামো, শিল্পসহ প্রতিটি খাতে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আধুনিক অর্থনীতির ভিত্তি গঠনে বড় ভূমিকা রাখছে।
শুক্রবার (৭ নভেম্বর) ‘গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, 'একটি বৃহৎ পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি দক্ষ কর্মীবাহিনী তৈরি, কারিগরি শিক্ষার প্রসার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে।'
তিনি বলেন, 'গণপ্রকৌশল দিবস ২০২৫ এবং আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।'
এ বছর দিবসটির প্রতিপাদ্য- 'দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি।'
প্রতিপাদ্যটিকে সময়োপযোগী উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'একটি জাতির প্রকৃত শক্তি কেবল প্রাকৃতিক সম্পদে নয়, বরং জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেই নিহিত।'
ড. ইউনূস আশা প্রকাশ করে বলেন, 'অব্যাহত নিষ্ঠা, পেশাদারিত্ব ও উদ্ভাবনের চেতনা দিয়ে আইডিইবির সদস্যরা জাতি গঠনের অগ্রভাগে থেকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবদান রাখবেন।'
প্রধান উপদেষ্টা গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস উদযাপন করে থাকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে