ভালো করে খুঁজলে দেখবেন, ওদের শিকড় অনেক গভীরে: উমামা
আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর, সংগঠনের সাবেক নেত্রী উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। শনিবার রাতেই তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে গ্রেপ্তারকৃত পাঁচজনের একটি ছবি সহ একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন: 'এটাই প্রথমবার ওদের হাতে-নাতে ধরা পড়া। ভালো করে খুঁজলে দেখবেন, ওদের শিকড় অনেক গভীরে।'
তিনি তার ফেসবুক পোস্টে লিখেন:
“বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারের খবর শুনে আমার পরিচিতরা যেন খুব অবাক। কিন্তু আমার মনে হয়, আমি বরং সবচেয়ে কম অবাক।
এই ছেলেগুলোকে তো সব সময় নেতাদের সঙ্গে দেখা গেছে হোক সেটা সচিবালয়, মিছিল-মিটিং বা সংঘর্ষ—ওরা ছিল সব সময় সমন্বয়কদের ছায়ার মতো। অভ্যন্তরীণভাবে ওদের বিরুদ্ধে গুলশান-বনানীর গ্যাং কালচারের সঙ্গে জড়িত থাকার বহু অভিযোগ ছিল।
ছবিতে যে রিয়াদ নামে ছেলেটাকে দেখা যাচ্ছে, গত ডিসেম্বর মাসে রূপায়ন টাওয়ারে সে আমার সামনেই প্রকাশ্যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে। আমরা কয়েকজন নারী মিলে ওকে থামানোর চেষ্টা করলে সে উল্টো আমাদের দিকেই ঝাঁপিয়ে পড়ে। ওই ঘটনার পর আমি ওর সম্পর্কে খোঁজ নেই এবং দেখি তার বিরুদ্ধে আগে থেকেই হুমকি, মারধর এবং চাঁদাবাজির একাধিক অভিযোগ ছিল।
আমি মোটেই অবাক হইনি, কারণ তখনই বুঝে গিয়েছিলাম এমন লোকজন সংগঠনের প্রতিটি স্তরে ঢুকে পড়েছে। তারা রূপায়ন টাওয়ারে অবাধে যাওয়া-আসা করতো।
যখন কেউ ওদের দুর্নীতি বা অনিয়ম নিয়ে প্রশ্ন তুলতো, তখন চারপাশটা হয়ে যেত সম্পূর্ণ নীরব। আমি নিজের চোখে দেখেছি দিনের শেষে কীভাবে এদের সবার কাছেই গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যেত। আজ এতদিন পর সেই প্ল্যাটফর্মটার দিকে তাকালে, ভাষা খুঁজে পাই না। প্রত্যেকেই যার যার মতো করে ওই প্ল্যাটফর্মটাকে নষ্ট করেছে।
আর আজকে চারদিকে সবাই চাঁদাবাজির ঘটনার খবর শুনে এতটা অবাক দেখে আমার বরং হাসি পাচ্ছে।
আহা, কী নিষ্পাপ মানুষ এরা! যেন আজই প্রথম বুঝলো এই ছেলেগুলো চাঁদাবাজিতে জড়িত থাকতে পারে! সত্যিই দুঃখিত, বন্ধুরা! কিন্তু আমাকে বলতে হয়, এটাই প্রথমবার ওরা পুলিশের হাতে হাতে-নাতে ধরা পড়েছে। আর যদি কেউ একটু গভীরভাবে খোঁজ নেন, দেখবেন ওদের শিকড় আসলেই অনেক গভীরে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে