Views Bangladesh Logo

শেখ হাসিনা চলে গেলেও স্বৈরাচারী মানসিকতা রয়ে গেছে: আমীর খসরু

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনে অংশ নিতে চায় না, তারা শেখ হাসিনার সুরেই কথা বলছেন। তাদের সুর শেখ হাসিনার সঙ্গে মিলে যাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা চলে গেলেও দেশে স্বৈরাচারী মানসিকতা এখনো রয়ে গেছে, যা গণতান্ত্রিক সংস্কৃতির পথে বড় অন্তরায়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে এক সভায় তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রে বিশ্বাসীদের মধ্যে বিভেদ নেই জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাই সবার মতামত দেবে, এটাই গণতন্ত্র। নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে এবং মনোভাব ও মানসিকতার পরিবর্তন আনতে হবে।

সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রস্তাব আসবে, তাতে সবার একমত হওয়া জরুরি নয়। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর যেগুলোতে মতবিরোধ থাকবে, সেগুলো জনগণের কাছে নিতে হবে। জনগণের রায় প্রাপ্ত প্রস্তাবই কার্যকর হবে।

আমীর খসরু বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার মানসিকতার কিছু লোক দেশে রয়ে গেছে। তারা সামান্য ভিন্নমত সহ্য করতে পারে না। কিছু হলেই মব তৈরি করে অন্যকে মানতে বাধ্য করছে। এটি গণতান্ত্রিক আচরণ নয় বলেও তিনি মন্তব্য করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ