ধামাকার চেয়ারম্যান ডা. মুজতবা আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার চেয়ারম্যান ডা. মুজতবা আলী ওরফে ডা. এম. আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভাটারা থানার নন-জিআর শাখার উপ-পরিদর্শক মো. মোস্তফা হোসেন জানান, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মুজতবা আলীকে আদালতে হাজির করা হয় এবং তাকে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবেদনে বলা হয়, শনিবার রাতে ধামাকা ই-কমার্সের প্রতারণার শিকার কিছু ভুক্তভোগী মুজতবা আলীকে আটক করে থানায় নিয়ে যান। পরবর্তীতে তদন্তে জানা যায়, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলায় চেক জালিয়াতির একটি মামলায় ছয় মাসের সাজা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান রয়েছে।
আসামিকে আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় তাকে কারাগারে রাখা জরুরি হয়ে পড়ে বলে উল্লেখ করে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে