Views Bangladesh Logo

টিটিপাড়ায় ঢাকার প্রথম ছয় লেনের রেলওয়েআন্ডারপাস চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার কমলাপুর রেলস্টেশন সংলগ্ন টিটিপাড়ায় রাজধানীর প্রথম ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম। তিনি বলেন, “পথচারী, সাইকেল ও রিকশার জন্য পৃথক লেনসহ এটি ঢাকার প্রথম রেলওয়ে আন্ডারপাস। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত আন্ডারপাসটির দৈর্ঘ্য ৩৩৮ মিটার এবং প্রস্থ ৩১ মিটার।”

তিনি আরও জানান, “আন্ডারপাসের চারটি লেন মোটরচালিত যানবাহনের (বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ) জন্য এবং দুটি লেন রিকশা, ভ্যান ও সাইকেলের মতো নন-মোটরচালিত বাহনের জন্য নির্ধারিত। পাশাপাশি পথচারীদের জন্য রয়েছে ফুটপাথ।”

আন্ডারপাসটি চালু হওয়ায় দীর্ঘদিনের যানজট ও ভোগান্তির অবসান ঘটেছে। এতে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগনালে দীর্ঘসময় আটকে থাকার সমস্যা দূর হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্ডারপাসটির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে। তবে কমলাপুরে মেট্রোরেল স্টেশনের নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ আন্ডারপাসের পূর্ণ সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ