ঢাকার প্রথম সরকারি পরিবেশবান্ধব কার্যালয় হবে পরিবেশ অধিদপ্তর: রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা করেছেন, পরিবেশ অধিদপ্তরের নতুন প্রধান কার্যালয় ঢাকার প্রথম সরকারি পরিবেশবান্ধব ভবন হিসেবে নির্মিত হবে।
‘ভবনটি পরিবেশগত উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এতে বৃষ্টির পানি সংগ্রহ, সৌরশক্তি ও এসটিপির মতো পরিবেশবান্ধব প্রযুক্তি থাকবে। পরিবেশবান্ধব ভবন নির্মাণে বিশেষজ্ঞ পোশাক খাতের দিকনির্দেশনাও বিবেচনায় নেয়া হবে’- বলেন তিনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভায় পরিবেশ উপদেষ্টা বলেন, স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা কার্যক্রম জোরদারে গাজীপুরসহ শিল্পাঞ্চলে পরিবেশ অধিদপ্তরের মালিকানাধীন ভবন নির্মাণ করা হবে। বাস্তবায়ন কার্যক্রমে পর্যাপ্ত পরিবহন সুবিধার আশ্বাস দেন তিনি।
উন্নয়ন প্রকল্পের সময়োপযোগী ও যথাযথ বাস্তবায়নে জোর দিয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, সরকারি উদ্যোগে বিলম্ব বা অবহেলা জনসাধারণের প্রত্যাশাকে ব্যাহত করে। সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
সভায় ছিলেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ প্রকল্প পরিচালকরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে