Views Bangladesh Logo

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধি প্রত্যাহার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সম্প্রতি অনুমোদিত বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জনবিক্ষোভের মুখে স্থগিত করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শুক্রবার সকালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।

পোস্টে জানানো হয়, অনিবার্য কারণে ২০ আগস্ট অনুমোদিত বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। ভাড়া পূর্বের হারেই বহাল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও যাত্রী ও পণ্য পরিবহন কমিটির চেয়ারম্যান হিসেবে এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক।

এর আগে, এ রুটে নন-এসি বাস ভাড়া ছিল ৫০ টাকা। ২০ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু হয়। ২১ আগস্ট 'নারায়ণগঞ্জ স্টুডেন্ট পাবলিক' নামে একটি সংগঠন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ ছাড়া যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, গণসংহতি আন্দোলনসহ কয়েকটি সংগঠন শুক্রবার ও শনিবার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে। একইসঙ্গে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, কমিউনিস্ট পার্টি ও বাসদ ভাড়া বৃদ্ধির বিরোধিতা করে বিবৃতি প্রদান করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ