Views Bangladesh Logo

জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের উভয় দিকেই প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করা হয়।

আন্দোলনকারীরা জানান, সামান্য বৃষ্টিতেই এ এলাকায় সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। পাশাপাশি বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করায় স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, গত রাতে বৃষ্টির কারণে রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। এর প্রেক্ষিতে স্থানীয়রা সড়ক অবরোধে বাধ্য হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ