Views Bangladesh Logo

নিরাপত্তার স্বার্থে ঢাবি ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন শহীদ শরিফ ওসমান হাদির সমাহিত অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ জানিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের কাছে নিরাপত্তার স্বার্থে এই অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের স্বাভাবিক চলাচলে সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ