Views Bangladesh Logo

আজ বিকেলে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালাকে ঘিরে সোমবার (১৪ জুলাই) বিকাল থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও কোনো ট্রেন ওই স্টেশনে থামবে না।

রবিবার (১৩ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫' উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত অনুষ্ঠান কেন্দ্রিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণীর ভিত্তিতে ১৪ জুলাই বিকাল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে।

তবে মঙ্গলবার (১৫ জুলাই) থেকে স্টেশনটি আবারও স্বাভাবিকভাবে চালু থাকবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন থামবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ