Views Bangladesh Logo

ভারতের কাছে শেখ হাসিনা ও কামালকে ফেরত চাইবে ঢাকা: তৌহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠি পাঠাবে।

তিনি বলেন, 'আমরা আমাদের অবস্থান ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে জানাব। চিঠি আজ রাত বা আগামীকাল যেকোনো সময় যাবে, তা নিশ্চিত।'

তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, চিঠিটি ভারতের সরকারের কাছে পাঠানো হবে ঢাকায় ভারতীয় হাইকমিশন অথবা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'আগে ঢাকা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এখন পরিস্থিতি আলাদা … বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দণ্ডপ্রাপ্ত।'

তিনি বলেন, 'বাংলাদেশের অনুরোধটি ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় করা হবে।'

চুক্তি অনুযায়ী ভারতের কি আইনত দণ্ডপ্রাপ্তদের ফেরত পাঠানো বাধ্যতামূলক, এমন প্রশ্নে তিনি বলেন, 'এটি আইনগত ব্যাখ্যার বিষয়। যা আমি বুঝছি, আদালত রায় দিয়েছে, তাই আমাদের তাদের ফেরত আনার প্রয়োজন এবং আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে জানাব।'

ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তা হলে ঢাকা কী করবে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রসঙ্গ আসলে আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করব।”

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন জুলাই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও কামালকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়, তখন বাংলাদেশ ভারতের কাছে অনুরোধ জানায় তাদের অবিলম্বে হস্তান্তরের জন্য। এটি ভারতের জন্য চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা।

বিবৃতিতে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া হবে বন্ধুত্ববিরোধী এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ