Views Bangladesh Logo

ঢাকায় শুরু হচ্ছে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী ও গ্যাপএক্সপো ২০২৫

তৈরি পোশাক খাতের বৈশ্বিক প্রযুক্তি তুলে ধরতে বুধবার (৮ জানুয়ারি) থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী বাংলাদেশের (জিটিবি-২০২৫) ২২তম এবং গ্যাপএক্সপো-২০২৫-এর ১৪তম আসর। চার দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।


রোববার প্রদর্শনীর স্থান আইসিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান আঙ্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া।


প্রদর্শনীতে ২৫টি দেশের ৫০০ প্রদর্শক অংশ নেবেন, যা আইসিসিবির আটটি হলজুড়ে আয়োজিত হবে। এতে পোশাক শিল্পে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি, এক্সেসরিজ, প্যাকেজিং পণ্য এবং অ্যালাইড প্রোডাক্টস উপস্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ৮ জানুয়ারি বেলা ১১টায় আইসিসিবির ৪ নম্বর হলের মেজানাইন ফ্লোরে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশিরউদ্দীন, কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ং-সিক এবং অন্যান্য শিল্প নেতা।


তিনি জানান, মেলায় দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির সিদ্ধান্তগ্রহীতা, প্রযুক্তি প্রধান এবং সোর্সিং টিমের সদস্যরা অংশ নেবেন। আয়োজনটি বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) ও এএসকে ট্রেডশো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ