Views Bangladesh Logo

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব

 VB  Desk

ভিবি ডেস্ক

ররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সময় ভারতীয় হাইকমিশনারের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখার অনুমতি দেওয়ায় সরকারের গভীর উদ্বেগ তুলে ধরা হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে ভারতীয় দূতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এসব অপরাধমূলক তৎপরতা বন্ধ করে সংশ্লিষ্টদের দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে অনুরোধ জানানো হয়।

এ ছাড়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে সহযোগিতা চাওয়া হয়েছে। যদি তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকার আশা করছে—প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার সমুন্নত রাখা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ