ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল বৃহত্তম নগরী, শীর্ষে জাকার্তা
বিশ্বের জনবহুল নগরীর তালিকায় এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দ্রুত নগরায়ণ, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন এবং জনসংখ্যা বৃদ্ধির চাপে ঢাকার অবস্থান ক্রমেই শীর্ষে পৌঁছে যাচ্ছে বলে জানাচ্ছে জাতিসংঘের নতুন প্রতিবেদন।
জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স প্রকাশিত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বর্তমান জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ। প্রায় ৪ কোটি ১৯ লাখ জনসংখ্যা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দীর্ঘ দুই দশক ধরে শীর্ষে থাকা জাপানের টোকিও এখন ৩ কোটি ৩৪ লাখ জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে।
প্রতিবেদন বলছে, ২০০০ সালের আগের মূল্যায়নে বিশ্বের বৃহত্তম শহর ছিল টোকিও। কিন্তু এশিয়ায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে এবার তালিকার শীর্ষ তিনটি স্থানই দখল করেছে এ অঞ্চলের শহরগুলো। ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় নগরীতে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে ঢাকার।
বিশ্বে এখন ৩৩টি মেগাসিটি রয়েছে—যেখানে জনসংখ্যা ১ কোটির বেশি। ১৯৭৫ সালের তুলনায় এই সংখ্যা চার গুণ। এশিয়াতেই রয়েছে ১৯টি মেগাসিটি এবং বিশ্বের শীর্ষ ১০ নগরীর মধ্যে ৯টিই এশিয়ার।
শীর্ষ তালিকায় থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো— নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), কলকাতা (২ কোটি ২৫ লাখ), সিউল (২ কোটি ২৫ লাখ)।
এশিয়ার বাইরে শীর্ষ দশে কেবল মিসরের রাজধানী কায়রো জায়গা পেয়েছে।
ঢাকা ও জাকার্তার দ্রুত বিস্তারের বড় কারণ হলো জলবায়ুজনিত চাপ— যেমন বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যা গ্রাম থেকে শহরে মানুষের অভিবাসন বাড়াচ্ছে।
বিশেষ করে জাকার্তা নিজেই চরম জলবায়ু ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের আশঙ্কা, ২০৫০ সালের মধ্যে শহরটির এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে যেতে পারে। এ কারণেই ইন্দোনেশিয়া বোর্নিও দ্বীপে নতুন প্রশাসনিক রাজধানী ‘নুসান্তারা’ নির্মাণ করছে।
জাকার্তা থেকে শুরু করে ঢাকা—শীর্ষ মেগাসিটিগুলোকে বাড়তি জনসংখ্যার পাশাপাশি বৈষম্য, আয়সংকট, আবাসন সমস্যা ও কর্মসংস্থানের চাপ মোকাবিলা করতে হচ্ছে।
নতুন প্রতিবেদনে নগরায়ণের পরিমাপে দেশভেদে বৈষম্য দূর করতে শহরের নতুন সংজ্ঞা ব্যবহার করেছে জাতিসংঘ। নতুন সংজ্ঞা অনুযায়ী, ন্যূনতম ৫০ হাজার জনসংখ্যা এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব অন্তত ১ হাজার ৫০০ জন হলে সেটাকে নগরী ধরা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে