Views Bangladesh Logo

আজ থেকে ঘরে বসেই মেট্রোরেল কার্ড রিচার্জ: শুরু হলো অনলাইন সেবা

রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য আজ থেকে চালু হলো অনলাইন রিচার্জ সেবা। এখন থেকে র‍্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করতে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না; ঘরে বসেই অনলাইনে ব্যালান্স যোগ করা যাবে।


মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁও মেট্রো স্টেশনে এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতুবিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ।


মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সেবার মাধ্যমে ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে রিচার্জ করা যাবে। তবে একক যাত্রার টিকিট অনলাইনে ক্রয় করা যাবে না; তা স্টেশন থেকেই নিতে হবে।


কিভাবে রিচার্জ করবেন
ডিটিসিএর ওয়েবসাইট (www.rapidpass.com.bd) বা অ্যাপে লগইন করুন
‘রিচার্জ’ অপশনে যান
র‍্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করুন
ব্যাংক/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করুন
এরপর স্টেশনের এড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ডটি একবার স্পর্শ করলে রিচার্জ কার্যকর হবে

নীতিমালা অনুযায়ী, অনলাইন লেনদেনে কিছু সার্ভিস চার্জ প্রযোজ্য হতে পারে। রিচার্জ করা টাকা তিন মাসের মধ্যে এভিএম-এ স্পর্শ না করলে স্বয়ংক্রিয়ভাবে ফেরত যাবে, তবে ১০% সার্ভিস চার্জ কাটা হবে। সাত দিনের মধ্যে রিফান্ড চাইলে সেখানেও ১০% ফি প্রযোজ্য।


ডিটিসিএ জানিয়েছে, প্রতিটি স্টেশনে দুটি করে এভিএম বসানোর কাজ চলছে। উত্তরা-মতিঝিল রুটের ১৬ স্টেশনে মোট ৩২টি মেশিন স্থাপন করা হবে।
বর্তমানে স্থায়ী কার্ডধারীরা যাত্রায় ১০% ছাড় পাচ্ছেন এবং ৫৫% যাত্রী র‍্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করছেন। অনলাইন রিচার্জ চালু হলে যাত্রীদের সময় ও ঝামেলা দুটোই কমবে বলে আশা করা হচ্ছে।


ঢাকা মেট্রোরেল প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলাচল করছে। আগামী মাসে ট্রেনের বিরতি দুই মিনিট কমানো হবে, এতে দৈনিক যাত্রী সংখ্যা পাঁচ লাখ পেরিয়ে যাবে বলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ