Views Bangladesh Logo

শনিবার খুলছে ঢাকা মেডিকেল কলেজ

 VB  Desk

ভিবি ডেস্ক

শিক্ষার্থীদের আবাসন সংকট ও নিরাপত্তার দাবিতে আন্দোলনের মুখে বন্ধ ঘোষণার পর অবশেষে খুলছে ঢাকা মেডিকেল কলেজ। আগামী রোববার (১২ জুলাই) থেকে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হবে, আর শনিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে খুলে দেয়া হবে হোস্টেলগুলো।

মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

কলেজের অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “৮ জুলাই অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম ১২ জুলাই থেকে চালু হবে এবং হোস্টেলসমূহ ১১ জুলাই সকাল ৮টা থেকে উন্মুক্ত হবে।”

উল্লেখ্য, নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে গত মে মাস থেকে ক্লাস বর্জন করে আসছিলেন শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে ছিল হোস্টেল সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যায্য সুযোগ-সুবিধা। আন্দোলনের অংশ হিসেবে গত ২১ জুন কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজ কর্তৃপক্ষ ২২ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের দুপুর ১২টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়।

বন্ধের কারণ হিসেবে একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থার কথা উল্লেখ করে বলা হয়, ছাত্রছাত্রীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

২৩ জুন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, আলোচনায় অগ্রগতি হলেও তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না।

এরপর থেকে শিক্ষা কার্যক্রম ও হোস্টেল কার্যক্রম বন্ধ ছিল। অবশেষে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ১২ জুলাই থেকে একাডেমিক কার্যক্রম চালুর ঘোষণা এল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ