ভূমিকম্পে আহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিল ঢাকা জেলা প্রশাসন
ঢাকা জেলা প্রশাসন রাজধানীতে শুক্রবারের ভূমিকম্পে আহতদের জরুরি আর্থিক সহায়তা প্রদান করবে বলে শুক্রবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম বিজ্ঞপ্তিতে বলেন, প্রত্যেক আহত ব্যক্তি চিকিৎসার জন্য সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।
চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে ঢাকায় বসবাসকারী বা ঢাকায় আগত যেকোনো ব্যক্তি, যারা ভূমিকম্পে আহত হয়েছেন, এই সহায়তা পাওয়ার যোগ্য।
রোগী বা তাদের স্বজনরা সহায়তার জন্য জেলা কন্ট্রোল রুমের নম্বর +৮৮০১৭০০৭১৬৬৭৮-এ যোগাযোগ করতে পারবেন।
জেলা প্রশাসন হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে যাতে তারা আহত রোগী ও তাদের পরিবারকে এই সহায়তার বিষয়ে অবহিত করে।
২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে