Views Bangladesh Logo

জেমস-আলী আজমতের কনসার্ট স্থগিত

বাংলাদেশের জনপ্রিয় রক তারকা নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি–রক ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতকে নিয়ে ঢাকায় আয়োজিত বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আয়োজক প্রতিষ্ঠান অনুষ্ঠানটি নির্ধারিত সময়ে করতে পারছে না।

অ্যাসেন কমিউনিকেশন তাদের সামাজিক মাধ্যম পেজে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিতের বিষয়টি জানায়। সেখানে বলা হয়, 'অনিবার্য কারণবশত আজকের শো ‘আলী আজমত এক্স জেমস - লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ আপাতত স্থগিত করা হলো।'

আয়োজকেরা জানিয়েছেন, প্রয়োজনীয় সরকারি অনুমতি না থাকায় বাধ্য হয়ে অনুষ্ঠানটি পিছিয়ে দিতে হয়েছে। দ্রুততম সময়ে কনসার্টটি আয়োজনের জন্য তারা কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে টিকিটধারী, স্পন্সর এবং স্টল মালিকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে—নতুন তারিখ ও ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে। টিকিট ক্রেতারা নতুন তারিখে আগের টিকিট ব্যবহার করতে পারবেন অথবা চাইলে রিফান্ড নিতে পারবেন।

জেমস ও আলী আজমত ছাড়াও কনসার্টে নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তী অংশ নেওয়ার কথা ছিল। তবে এখন সব প্রস্তুতিই আপাতত স্থগিত রয়েছে।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ