Views Bangladesh Logo

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

ন্টারমিডিয়েট বহাল রাখার দাবিতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় সায়েন্সল্যাব অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারা এই অবরোধ শুরু করে।

বিক্ষোভকারীদের দাবি, প্রস্তাবিত 'সেন্ট্রাল ইউনিভার্সিটি' গঠনের খসড়ার বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে, কারণ এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা কলেজের দীর্ঘদিনের ইন্টারমিডিয়েট প্রোগ্রামটি বন্ধ হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছে।

একজন শিক্ষার্থী বলেন, “আমাদের দাবি ঢাকা কলেজের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। এই কলেজের ১৮৪ বছরের ঐতিহ্য আছে। আমরা খসড়াটি পর্যালোচনা করেছি, আইনজীবীদের সঙ্গেও পরামর্শ করেছি, এমনকি সুপ্রিম কোর্টেও গিয়েছি। তারা বলেছেন, যদি এই বিশ্ববিদ্যালয় মডেল চালু হয়, তাহলে ইন্টারমিডিয়েট বিভাগ হয়তো পাঁচ বা দশ বছর থাকবে, এরপর আর থাকবে না; কিন্তু ঢাকা কলেজের সূচনা ইন্টারমিডিয়েট দিয়ে, আমরা চাই এটি আগের মতোই চলতে থাকুক।”

তিনি আরও বলেন, “কিছু মহল এই বিশ্ববিদ্যালয় মডেলের মাধ্যমে ইন্টারমিডিয়েট শাখা তুলে দিতে চাইছে। আমরা তা হতে দেব না। আমাদের ইন্টারমিডিয়েট বিভাগ আছে, থাকবে। যারা বিশ্ববিদ্যালয় মডেল চান, তারা অন্যত্র যেতে পারেন, কিন্তু ঢাকা কলেজে নয়।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ