মাঠেই হার্ট অ্যাটাক করেছেন কোচ মাহবুব জাকি
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিনের খেলায় মাঠে থাকার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।
ঘটনার পরপরই তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
অভিজ্ঞ এই স্থানীয় কোচ ম্যাচের পরিকল্পনা ও খেলোয়াড়দের ওয়ার্ম-আপ সেশন পরিচালনার জন্য সকালে মাঠে উপস্থিত ছিলেন। হঠাৎ করে দলের ডাগআউটের কাছে তিনি লুটিয়ে পড়েন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দলের ফিজিওথেরাপিস্টরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে