Views Bangladesh Logo

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিপিএল ক্রিকেট উৎসবের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ঢাকা ক্যাপিটালসের ওপর। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনুশীলন চলাকালীন মাঠে হার্ট অ্যাটাক করে মৃৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাকি। কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।


তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত হাসপাতালের নেয়ার পথেই তিনি মারা যান।

বিপিএল শুরুর কয়েকদিন আগে মাহবুব আলী জাকি গণমাধ্যমের সঙ্গে দেখা করেছিলেন। আজকের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, কোচের এই আকস্মিক মৃত্যু পুরো দল ও ক্রিকেটপ্রেমীদের স্তব্ধ করেছে।

প্রসঙ্গত, মাহবুব আলী জাকি বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার ছিলেন। পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর কোচিংয়ে নামেন। ঘরোয়া পর্যায়ে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং মাশরাফি-তাসকিন আহমেদসহ জাতীয় দলের খেলোয়াড়দের প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। এছাড়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেরও ছিলেন জাকি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ