ঢাকা ক্যাপিটালসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিফাত নুসরাত
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ মৌসুমকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটালস জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাতকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। রাজধানীতে আয়োজিত এক সাইনিং সেরিমনিতে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
সিফাত নুসরাত বলেন, ‘ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আগামীর মৌসুমে দলটি দারুণ কিছু করবে বলে বিশ্বাস করি। দলের ব্র্যান্ডিংয়ে সর্বোচ্চ সহযোগিতা করব।’
দলটির ব্র্যান্ডিং ও প্রচারণাকে আরও শক্তিশালী করতে তার যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় এসেছে। সমর্থকদের ধারণা, সিফাত নুসরাতের উপস্থিতি দলের প্রচারণায় নতুন গতি যোগ করবে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, জনপ্রিয় ব্যক্তিত্বদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দলের দৃশ্যমানতা বাড়াবে।
নতুন মৌসুম শুরুর আগেই এমন উদ্যোগে আবারও আলোচনায় এসেছে ঢাকা ক্যাপিটালস। এখন অপেক্ষা—মাঠের পারফরম্যান্সেও দলটি কতটা সফল হয়, তা দেখার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে