Views Bangladesh Logo

ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে বিমানবন্দরে আগুনের সূত্রপাত: ধারণা বেবিচকের

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচকের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, ‘আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে একাধিক সংস্থা তদন্ত করছে।’

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ১৫টি ফ্লাইট ভিন্ন ভিন্ন রুটে সরিয়ে নেয়া হয় এবং যাত্রীদের পরদিন বিকেল ৪টার মধ্যে তাদের নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রবেশের দেরি নিয়ে প্রশ্নে তিনি বলেন, প্রাথমিক সময়ে ফায়ার সার্ভিসের গাড়িগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়। এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘কার্গো ভিলেজের সামনের অ্যাপ্রোনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মালামাল স্তূপ করে রাখা হয়েছিল। ফলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকতে বেগ পায়।’

অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের মান কমবে কি না—এমন প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এই ঘটনায় আইকাও বা অন্যান্য আন্তর্জাতিক মানদণ্ডে প্রভাব পড়বে না। বরং তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেয়া হলে বিমানবন্দরের ভাবমূর্তি আরও উন্নত হতে পারে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ