ফিফার নিষেধাজ্ঞায় ঢাকা আবাহনীও
এক সপ্তাহের ব্যবধানে মোহামেডানের পর এবার ফিফার দলবদল নিষেধাজ্ঞায় পড়েছে ঢাকা আবাহনী। ৩ নভেম্বর ক্লাবটির খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করে ফিফা।
ধারণা করা হচ্ছে, চুক্তি বাতিল হওয়া বিদেশি ফুটবলার বা কোচের কেউ পাওনা না পেয়ে অভিযোগ করেছেন।
এর আগে ফকিরেরপুল নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরলেও বসুন্ধরা কিংসের বিরুদ্ধে রয়েছে পাঁচটি নিষেধাজ্ঞা, আর মোহামেডানকেও সম্প্রতি শাস্তি দিয়েছে ফিফা।
বর্তমানে ফিফার তালিকায় বাংলাদেশের মোট ১১টি ফাইল নিষেধাজ্ঞার আওতায়—এর মধ্যে ৫টি বসুন্ধরা কিংস, ৩টি শেখ জামাল ধানমন্ডি, আর একটি করে মোহামেডান, আবাহনী ও ফেনী সকার ক্লাবের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে