Views Bangladesh Logo

সরকারি হাসপাতালে সপ্তাহে দুই দিন ঢুকতে পারবেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ওপর নতুন কড়াকড়ি আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সপ্তাহে কেবল সোম ও বৃহস্পতিবার হাসপাতালে প্রবেশ করতে পারবেন।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা শুধুমাত্র দুপুর ১২টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। এই নির্দিষ্ট সময়ের বাইরে তারা কোনোভাবেই হাসপাতাল চত্বরে অবস্থান করতে পারবেন না। তাদের অবশ্যই নিজ নিজ কোম্পানির পরিচয়পত্র বহন করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সরকারি চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করা এবং রোগীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করা।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর পাশাপাশি হাসপাতালে থাকাকালীন প্রেসক্রিপশন, হাসপাতালের কাগজপত্র বা অন্য কোনো তথ্যের ছবি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এই নির্দেশনায় চিকিৎসকদের জন্যও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। তাদের কোনো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের লোগোযুক্ত প্যাডে প্রেসক্রিপশন লেখা বা পরীক্ষা করানো যাবে না। সরকারি হাসপাতালে যেসব ওষুধ পাওয়া যায় বা পরীক্ষা করানোর ব্যবস্থা থাকলে সেক্ষেত্রে বেসরকারি কোম্পানির ওষুধ লিখতে বা পরীক্ষা করাতে নিরুৎসাহিত করা হয়েছে।

এছাড়াও চিকিৎসকদেরকে শুধুমাত্র সরকার-প্রদত্ত সিল ব্যবহার করতে হবে এবং তাদের ডেস্কে কোনো ওষুধ কোম্পানির তালিকা প্রদর্শন করা যাবে না।

এই নির্দেশনা এমন এক সময়ে এসেছে, যখন কিছু চিকিৎসকের বিরুদ্ধে সুবিধা গ্রহণের বিনিময়ে নির্দিষ্ট কোম্পানির ওষুধ বা পরীক্ষা সুপারিশ করার অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতের নৈতিকতা বজায় রাখতে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ