Views Bangladesh Logo

ডেঙ্গু চিকিৎসায় নতুন নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশব্যাপী ডেঙ্গু রোগীর চিকিৎসা ও ব্যবস্থাপনার মানোন্নয়নে সরকারি হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।

মঙ্গলবার (তারিখ) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, সকল সরকারি হাসপাতালে অবিলম্বে ডেঙ্গু ওয়ার্ড খোলা এবং বিশেষায়িত চিকিৎসক টিম গঠন করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য এনএস-১ পরীক্ষা, জরুরি চিকিৎসা এবং পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তি হওয়া রোগীদেরকে নির্দিষ্ট ওয়ার্ড বা কক্ষে রাখতে হবে, প্রয়োজনে আইসিইউতে অগ্রাধিকার দিতে হবে। রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে।

হাসপাতালগুলোকে মেডিসিন, শিশুচিকিৎসা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে ডিজিএইচএস। সংস্থাটি জানিয়েছে, এই বোর্ড ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল অফিসার, রেসিডেন্ট এবং প্রশিক্ষিত ডাক্তারদের দলগুলোকে তত্ত্বাবধান করবে। বহির্বিভাগে আসা সন্দেহভাজন রোগীদেরও নির্দিষ্ট কক্ষে চিকিৎসা দেবে এই টিম।

প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হাসপাতাল পরিচালকরা স্থানীয় সিটি করপোরেশন বা পৌরসভার সঙ্গে সমন্বয় করে হাসপাতালের ভেতর ও আশপাশে মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাবেন।

এছাড়া প্রতিটি হাসপাতালে প্রতি শনিবার সকাল ১০টায় ডেঙ্গু সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এ সভায় উপস্থিত থাকবেন হাসপাতালের পরিচালক, তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জনরা।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এসব উদ্যোগ ডেঙ্গু রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, ঝুঁকি কমানো এবং সামগ্রিক চিকিৎসা মান বাড়ানোর লক্ষ্যে নেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ