ময়মনসিংহ মেডিকেলে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় ক্যাজুয়ালটি ইনচার্জকে বহিষ্কারের নির্দেশ ডিজির
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সেবার মান পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও এক চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। ঘটনাটির জেরে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা চলছে।
শনিবার সকালে একটি সেমিনারে যোগ দিতে মমেক হাসপাতালে গেলে ডিজি প্রথমে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় সেবার মান, জনবল ব্যবস্থাপনা, রোগী সেবায় ঘাটতি ও উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন জরুরি বিভাগে জনবল সংকট, অতিরিক্ত চাপ ও কর্মপরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলে দুই পক্ষের মধ্যে তর্ক তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে现场েই ডিজি তাকে বহিষ্কারের নির্দেশ দেন।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, সেবার মান নিয়ে আলোচনা চলাকালেই উত্তপ্ত বাক্যবিনিময় হয়—যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন, তাই এ মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না।
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর কর্মপরিবেশ, জনবল সংকট আর প্রশাসনিক আচরণ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে চিকিৎসকসহ সাধারণ মানুষের মধ্যেও।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে