Views Bangladesh Logo

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিরোধমূলক চিকিৎসা উন্নয়ন অপরিহার্য: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, প্রতিরোধমূলক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন, জনস্বাস্থ্য পেশাজীবীদের সক্ষমতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গবেষণায় প্রতিরোধ ও সামাজিক চিকিৎসা জাতীয় ইনস্টিটিউটের (নিপসম) অবদান অনস্বীকার্য। তবে জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, সংক্রামক ও অসংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় নিপসমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শনিবার (৮ নভেম্বর) ঢাকার মহাখালীতে নিপসমের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, 'কোভিড-১৯ মহামারির সময় নিপসম জনস্বাস্থ্য প্রশিক্ষণ ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেছে। এখন গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা ও নেটওয়ার্ক আরও জোরদার করা জরুরি। সংক্রামক, অসংক্রামক ও পরিবেশজনিত রোগ নিয়ে গবেষণার পরিধি বাড়াতে হবে।'

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হেলথ সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, 'নিপসম দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরি করে স্বাস্থ্য পেশাজীবীদের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলছে। এই প্রতিষ্ঠান প্রমাণভিত্তিক নীতিমালা ও কার্যকর হস্তক্ষেপ কৌশল প্রণয়নের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা সমাধানে অবদান রাখছে।'

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম প্রতিষ্ঠানের ৫১ বছরের সাফল্য ও জনস্বাস্থ্য উন্নয়নে অবদানের বিবরণ তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

দ্বিতীয় অধিবেশনে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে নয়টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। জানানো হয়, এসব গবেষণাপত্র স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, নীতি ও কর্মসূচির কার্যকারিতা উন্নতকরণ এবং জনস্বাস্থ্য খাতে উদ্ভাবনী সমাধান তৈরিতে সহায়ক হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ