Views Bangladesh Logo

সিরাজগঞ্জে ডিবি হেফাজতে আসামির মৃত্যু

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে শাহাদত হোসেন (৪৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে ‘শ্বাসকষ্টজনিত’ বলে দাবি করেছে পুলিশ। তবে চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত মারা যান। তিনি সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে।


হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমাদ্রি শেখর সাহা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে সিভিল পোশাকে কয়েকজন পুলিশ সদস্য শাহাদতকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তি করার সময় তার হাতের আঙুলে ক্ষতচিহ্ন দেখা যায়।

তিনি বলেন, 'ক্ষতের বিষয়ে জানতে চাইলে পুলিশ সদস্যরা জানান, এটি পাবলিক অ্যাসল্ট। পরে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। শরীরের ভেতরে রক্তক্ষরণ বা মারধরের ভয়ে হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা রয়েছে। ময়নাতদন্তের পরই নিশ্চিত বলা যাবে।'

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মাহবুবুর রহমান বলেন, ১২ নভেম্বর উল্লাপাড়ার চৌকিদহ সেতুর নিচে অটোরিকশাচালক আমিনুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় শাহাদত সন্দেহভাজন ছিলেন। নিহতের রিকশা ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন,
'গোপন তথ্যের ভিত্তিতে উল্লাপাড়া পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে। আগে থেকেই তার শ্বাসকষ্ট ছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যেতে পারেন শ্বাসকষ্টের কারণে। প্রকৃত কারণ ময়নাতদন্তেই জানা যাবে।'

হাসপাতালে গিয়ে জানা যায়, নিহতের স্বজনদের ডিবি পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। সার্জারি ওয়ার্ডের নার্স ও হাসপাতাল স্টাফরাও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ওই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন গোয়েন্দা কর্মকর্তা আনোয়ার হোসেন এবং পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর আব্দুল মজিদ।

এ ব্যাপারে ডিবির ওসি আবু বকর সিদ্দিক ও এসআই নাজমুল হককে ফোন ও বার্তা পাঠানো হলেও তারা কোনো মন্তব্য দেননি।

উল্লাপাড়ার ওসি মো. একরামুল হক বলেন,আমরা শাহাদতকে ধরিনি। শুধু তথ্য দিয়েছি। ডিবির এসআই নাজমুল হকই তাকে আটক করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ