এক ডেপুটি ও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল
একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে জুলফিকার আলম শিমুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল পদে এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলমের নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ছিলেন।
একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলম শিমুলের নিয়োগ আদেশ বাতিল করে তাঁকে ওই পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। অপর প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত বছরের ২৮ আগস্ট জারি করা এক স্মারকের মাধ্যমে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দেওয়া নিয়োগ আদেশ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উভয় আদেশই অবিলম্বে কার্যকর হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনা করেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নির সংখ্যা ৯৮ বা ৯৯ জন এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ২৩৪ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে