Views Bangladesh Logo

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের তিন স্থানে ৭ যানবাহনে সংঘর্ষ, আহত ২০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক তিনটি দুর্ঘটনায় ৭টি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কাভার্ড ভ্যান চালক ও এক বাস চালকসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত শ্রীনগরের ছনবাড়ী ব্রিজের ঢালে এবং লৌহজংয়ের মেদেনীমণ্ডল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। সবশেষ ঘটনাটি শ্রীনগরে ঘটে, যেখানে একটি কাভার্ড ভ্যান ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ছনবাড়ী ব্রিজ এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের ড্রাইভারসহ ১৬ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয় এবং গুরুতর অবস্থার কারণে কিছু আহতকে ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

লৌহজংয়ের মেদেনীমণ্ডল এলাকায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মো. রিপন মিয়া (৫৫), ট্রাক চালক এবং যাত্রীবাহী বাসের সুপারভাইজার মো. মানিক মিয়া (৪৪)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ১০টার পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় আচ্ছাদিত ছিল। কুয়াশার কারণে দূরত্বও ঠিকভাবে দেখা যাচ্ছিল না, যা দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ