Views Bangladesh Logo

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে নিরাপত্তার স্বার্থে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের নৌযান কিংবা তীরভূমি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ অবস্থায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় দুটি ফেরি নোঙর করে রয়েছে। একই সঙ্গে নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে।

বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিস জানায়, দুর্ঘটনার আশঙ্কা থাকায় রাত তিনটার দিকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। কুয়াশা কমে নদীপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ