ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ১৪ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ
দেশের অন্যতম ব্যস্ত নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঘন কুয়াশার কারণে টানা ১৪ ঘণ্টার বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।
বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার আগেই ঘন কুয়াশা পড়তে শুরু করে। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায় এবং নৌপথের মার্কিং বাতি দেখা সম্ভব ছিল না। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে আছে। অনেক যাত্রী বিকল্প নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে