Views Bangladesh Logo

এক দিনে সর্বোচ্চ ৬২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৬২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এক দিনে হাসপাতালে ভর্তির হিসেবে এটি সর্বোচ্চ সংখ্যা।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬ জন। এর আগে রোববার এক দিনে সর্বোচ্চ ৫৮০ জন ভর্তি হয়েছিলেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে। মৃতদের মধ্যে একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের একজন নারী ও একজন পুরুষ; একজনের বয়স মাত্র দুই বছর, অপরজনের বয়স ৪০ বছর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮২১ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৬৫৫ জন, আর ঢাকার বাইরে ১ হাজার ১৬৬ জন।

চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—৪১ জন। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরের প্রথম দশ দিনে ১৭ জন মারা গেছেন। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ বছর জুলাই মাসেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বাধিক ছিল—১০ হাজার ৬৮৪ জন। জানুয়ারিতে ভর্তি হয়েছিলেন ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং আগস্টে ভর্তি হয়েছিলেন ১০ হাজার ৪৯৬ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২২২ জন। এছাড়া ঢাকার বাইরে—ঢাকা বিভাগে ১০৯ জন, ময়মনসিংহে ১৫ জন, চট্টগ্রামে ১১২ জন, খুলনায় ১৭ জন, রাজশাহীতে ৩৭ জন, রংপুরে ১৪ জন, বরিশালে ৯৬ জন এবং সিলেটে তিনজন ভর্তি হয়েছেন।

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ