Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪৭

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৪১ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা দেশের অন্যান্য শহরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ ১১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৫৭৫ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এর আগের বছর, ২০২৩ সালে, এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ