২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বাংলাদেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে।
একই সময়ে ভাইরাসজনিত এ জ্বরে নতুন করে ৫৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭,৩৪২ জনে। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তের মধ্যে রয়েছে: বরিশাল বিভাগে ১৩৭ জন (সিটি করপোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগে ৭০ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা বিভাগে ৭৯ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ২৫ জন (সিটি করপোরেশনের বাইরে), সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) ।
গত বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
২০২৩ সালে ডেঙ্গুতে ১,৭০৫ জন প্রাণ হারান, যা এখন পর্যন্ত সর্বাধিক মৃত্যুর রেকর্ড।
সেই বছর স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে মোট আক্রান্ত হয়েছিল ৩,২১,১৭৯ জন এবং সুস্থ হয়েছিল ৩,১৮,৭৪৯ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে