Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বাইরে বরিশালে ৭৪ জন, চট্টগ্রামে ৭২ জন, ঢাকার বিভাগের বাইরে ৬৭ জন, খুলনায় ২৮ জন, রাজশাহীতে ৫১ জন, রংপুরে ১৬ জন, ময়মনসিংহে ১১ জন, সিলেটে ৪ জন ও ঢাকার উত্তর সিটি করপোরেশনে ৩২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৫৪ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে ৫৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ২২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ জনে। এর মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ