ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৫
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৫ জন।
বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি মাসের প্রথম তিন দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৫৭ জন নারী। এ বছর মোট আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৪৬ জন।
গত আগস্ট মাসে দেশে ডেঙ্গুতে ৩৯ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ১০ হাজার ৪৯৬ জন। এ বছরের মধ্যে জুলাই মাসে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৪৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ২৯৯ জন। একই সময়ে ৪১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি মাসের তৃতীয় দিনে মারা যাওয়া দুই নারী রোগীর একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং অন্যজন বরিশাল বিভাগের। তাদের একজন চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন বরগুনা জেনারেল হাসপাতালে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে