Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ৮৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার দুই সিটিতে ২৮৩ জন (উত্তরে ১৩৮ ও দক্ষিণে ১৪৫), ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৩৬ জন, বরিশালে ১৬৩ জন, চট্টগ্রামে ৮৭ জন, খুলনায় ৬০ জন, রাজশাহীতে ৭৬ জন, ময়মনসিংহে ৩৯ জন, রংপুরে ৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন নতুন করে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৫ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৭৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে এ বছর এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৬১ জনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ