Views Bangladesh Logo

ডেঙ্গুতে  আরও ২ জনের  মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে নতুন করে আরও ৭৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের।


বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০০ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


এদিকে, গত এক দিনে সারাদেশে ৯৭১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ৪৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ