Views Bangladesh Logo

হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে দিল্লি: রণধীর জয়সওয়াল

ভারত বাংলাদেশের অনুরোধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
 
বুধবার (২৬ নভেম্বর) তিনি জানান, বিষয়টি ভারতের চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনায় আছে।

এর আগে অন্তর্বর্তী সরকার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নতুন করে চিঠি পাঠায়। গত শুক্রবার, ২১ নভেম্বর পাঠানো এই চিঠির বিষয়টি রোববার গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বাংলাদেশের পাঠানো চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে দিল্লি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা অনুরোধটি পেয়েছি এবং বিষয়টি পর্যালোচনা চলছে।”

ভারত এ বিষয়ে আদৌ কোনো উত্তর দেবে কি না—তা স্পষ্ট না করে তিনি বলেন, ভারতের বিচারিক ও অভ্যন্তরীণ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির জনগণসহ বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার সর্বোত্তম স্বার্থ রক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখবে।

গত জুলাই মাসের অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সোমবার রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার দিনই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে এ দু’জনকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক দাবি জানিয়ে বিবৃতি দেয়। পরে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, ভারতকে আরেকটি চিঠি পাঠানো হবে। সর্বশেষ পাঠানো চিঠিটি সেই প্রক্রিয়ার অংশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ