Views Bangladesh Logo

তারেক ও জাইমার ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত রোববার: ইসি সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না-এ বিষয়ে রোববার (আগামীকাল) সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রোববার কমিশনের সামনে বিষয়টি উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটার তালিকাভুক্তি চূড়ান্ত হবে।

ইসি সচিব জানান, তারেক রহমান ও জাইমা রহমান শনিবার ভোটার নিবন্ধন ফরম জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারায় কমিশনের এখতিয়ার রয়েছে যোগ্য যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার।

তিনি আরও জানান, তারা ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন। ফরম-২ পূরণের মাধ্যমে ছবি তোলা, বায়োমেট্রিক ও আইরিস সংক্রান্ত তথ্য প্রদানসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর পাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, তথ্য আপলোডের পর ফিঙ্গারপ্রিন্ট, স্বাক্ষর, মুখাবয়ব ও আইরিস যাচাই করতে কিছুটা সময় লাগে। যাচাই শেষে নিশ্চিত হলে এনআইডি নম্বর দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে।

ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত কবে হবে-এমন প্রশ্নে ইসি সচিব বলেন, বিষয়টি ১২ ফেব্রুয়ারির আসন্ন উপনির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট। তাই রোববার কমিশনের বৈঠকে অথবা নথির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কোন পদ্ধতিতে সিদ্ধান্ত হবে, তা সম্পূর্ণভাবে কমিশনের এখতিয়ারভুক্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ