বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে: তামিম
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। এমনকি ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপও অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ বলছে, শ্রীংলকায় ম্যাচ সরিয়ে নিতে। এ ব্যাপারে আইসিসিতে আবেদনও জানানো হয়েছে।
আইসিসি বিসিবির চাওয়া মেনে নিলে টাইগাররা শ্রীলঙ্কায় খেলতে পারবেন। আর মেনে না নিলে বিসিবি কী করবে? এমন অবস্থায় ভেবেচিন্তে বোর্ডকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তামিম বলেন, যে সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট সবচেয়ে আগে থাকতে হবে। প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, আপনি হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।
কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজের বাদ পড়ার ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তামিম বলেন, মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। এটাতে কোনো ডাউট নেই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে