Views Bangladesh Logo

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত হয়েছেন ১৬৫ জন।

সোমবারের (২১ জুলাই) এই ভয়াবহ দুর্ঘটনার পর একদিন পেরিয়ে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে এই তথ্য হালনাগাদ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, হতাহতদের চিকিৎসায় সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় সকল সংস্থা কাজ করছে। বেশিরভাগ আহতকে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এছাড়া সরকার ও সশস্ত্র বাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়াতে সব ধরনের সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ