Views Bangladesh Logo

মাইলস্টোন ট্রাজেডি

নিহত বেড়ে ২০ জন, চিকিৎসাধীন ১৭১: আইএসপিআর

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহত ১৭১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানায় সংস্থাটি।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় আইএসপিআর জানায়, আকস্মিক এই বিমান দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেনেন্ট মো. তৌকির ইসলামসহ ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৭০ জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে তিনজন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন বলেও জানায় আইএসপিআর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ